পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে চেঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু মমং মামরা’র মৃত্যুতে ধর্মীয় ক্রিয়ানুষ্ঠানের কাজ সম্পন্ন করার জন্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
প্রয়াত মমং মারমা’র সদস্যদের পরিবারের মাঝে সাংসদের পক্ষে নগদ ১৫,০০০/= (পনের হাজার) টাকা আর্থিক এই সহায়তা প্রদান করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব।
আর্থিক এই সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply