নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী থেকে শরীরের সঙ্গে মাটি ভর্তি বস্তা বাঁধা অবস্থায় রুবেল হোসেন রব্বেল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার তিরাইল এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত রুবেল তিরাইল গ্রামের আবু হানিফ শেখের ছেলে। তিনি কিছুদিন আগে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাশ করেন বলে জানা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও ইন্সপেক্টর আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্বজন ও থানা সুত্রে জানা যায়, রোববার ভোরে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকাল ১১টার দিকে স্থানীয়রা পাশের নদীতে তার ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply