করোনা সংক্রমণ বৃদ্ধি এবং ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ ঘোষণা হওয়ায় স্থগিত হওয়া ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা আজ ৪ জুলাই অনলাইনে নেয় ফার্মেসী বিভাগ,পাবিপ্রবি। অনলাইন পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলো বলে জানা গেছে।
ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ” আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা এই প্রথম। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী আজকের প্রথম পরীক্ষা নিতে পেরেছি । করোনাকালীন এই সময়ে যেহেতু সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা নেওয়াটা বেশ সময়োপযোগী একটা সিদ্ধান্ত হতে পারে। আগামীকালও একটি ব্যাচের পরীক্ষা রয়েছে এবং আমরা আশাবাদী কালকের পরীক্ষাও আমরা কোনো সমস্যা ছাড়াই নিতে পারবো।
উক্ত বিভাগের এক পরীক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – ” অনলাইনে আমাদের পরীক্ষা এই প্রথম, তবে আমরা কোনো রকম সমস্যা ছাড়াই পরীক্ষাটি সম্পন্ন করতে পেরেছি। তবে বিদ্যুৎ / নেটওয়ার্ক এর সমস্যার কারণে দুই একজনের সমস্যা দেখা দিলেও সেটি ছিলো অতি সাময়িক। আজকের পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলো “
Leave a Reply