টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর ভেসে উঠলাে মােতালেব (২৬) এর লাশ।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সার পলশিয়া এলাকায় যমুনা নদীর অংশে তার লাশ ভেসে ওঠার খবর পেয়ে থানা পুলিশ উদ্ধার করে লাশটি।
জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকালে ১২জন বন্ধু শখ করে ছােট ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। ওই সময় নৌকার ইঞ্জিন চালু করার পরপরই বঙ্গবন্ধু রেল সেতুর কাজে ব্যবহৃত বড় জাহাজের বাের্ডের সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়।
এ সময় ১২ জনের মধ্যে ১১ জন জাহাজে
থাকা ট্রায়ার ধরে বাের্ডে উঠেন কিন্তু নিখোঁজ যুবকের সাথে থাকা ফোনটি নৌকায় পড়ে গেলে তা উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে যায়।
এ ঘটনার পরে ৯৯৯ এ ফোন করলে সাথে সাথে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবরি দল সারাদিন নদীতে খোজা খুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
পরবর্তীতে আজ দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খরব দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জনান, বুধবার ফায়ার সার্ভিস ও ভূঞাপুর থানা পুলিশ অনেক চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সার পলশিয়া এলাকার যমুনা নদী অংশে তার লাশ ভেসে ওঠে।
Leave a Reply