নাটোরের বড়াইগ্রামের উপশহর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি ও মানসিক বিকাশের জন্য মিনিপার্কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের ৬৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ ও পার্কের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন আল ওদুদ, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিজনকে নগদ পাঁচশ টাকা, ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি করে মশুর ডাল, লবণ, চিনি, এক লিটার সয়াবিন তেল ও ৫শ’ গ্রাম নুডলস দেয়া হয়েছে।
Leave a Reply