চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য হয়েছে সবচেয়ে বেশি সমস্যা। একদিকে কাজের অভাব,অন্যদিকে লকডাউনে সমস্যা বাড়িয়েছে দ্বিগুণ। এ অবস্থায় পাবনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকনের উদ্যোগে অসহায় মানুষের জন্য ফ্রি সবজি বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১২ টায় পাবনা শহরের বিভিন্ন জায়গায় পিকআপ ভ্যানে করে অসহায়,দরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে ফ্রী সবজি বিতরণ করা হয় জেলা ছাত্রলীগের এই ছাত্র নেতার উদ্যোগে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন বলেন ” করোনার এই মহামারিতে সারাদেশে লকডাউন চলছে। আর এই লকডাউনের কারনে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষগুলো খুব কষ্টে আছে। আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিনেও অব্যাহত থাকবে।”
ফ্রি সবজি বিতরণ কর্মসূচিতে এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস জামিল তুর্য, পাবনা পৌর ছাত্রলীগের সহ সভাপতি আকাশ, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময়, হেমায়েতপুর ৪,৫,৬ সাংগঠনিক ইউনিয়ন এর সভাপতি উল্লাস হোসেন, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান উপস্থিত ছিলেন।
Leave a Reply