বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে করোনা মহামারিতে চলমান লকডাউনে টিউশনি বা পার্ট টাইম জব চলে যাওয়ায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রি উপহার দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান।
পাশাপাশি একটি হটলাইনও চালু করা হয়েছে এই ছাত্রলীগ নেতার উদ্যোগে। সেখানে ফোন করলেই মিলবে খাদ্য সামগ্রী।
এ বিষয়ে শাওন রেজা খান বলেন “আমরা পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছি।
আমাদের হট লাইন(০১৬১৬-৬৬১৫৬৭) নাম্বারে ফোন দিলেই অত্যান্ত গোপনীয়তার মধ্যেমে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি আমরা।”
Leave a Reply