বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের আহ্বানে এবং পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী’র নির্দেশে ও পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের উদ্যোগে করোনা ভাইরাসের ভ্যাক্সিনের জন্য ফ্রি নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে ।
বাংলাদেশের সকল নাগরিকদের টিকা প্রাপ্তির লক্ষ্যে গণটিকা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার তারই লক্ষ্যে পাবনা ঈশ্বরদীতে জয়নগর (মল্লিকপাড়া) বায়তুন নুর জামে মসজিদে মাইকে ঘোষনা করে মহল্লার মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চালু করেছে পাবনা জেলা ছাত্রলীগ।গত ২৯-জুলাই ২০২১ থেকে কার্যক্রম অব্যাহত রয়েছে ।
স্বেচ্ছাশ্রমে এমন কার্যক্রম শুরু করেছে পাবনা জেলা ছাত্রলীগ । তাদের এমন কর্মকাণ্ড বেশ প্রশংসা পাচ্ছে।পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মাহমুদ বলেন, আমরা সচেতনা বৃদ্ধিসহ টিকা প্রাপ্তি নিশ্চিত করতে নির্দিষ্ট স্থানে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড বিতরন কার্যক্রম পরিচালনা করছি এবং পরবর্তীতে টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা করা হয়েছে ।
তিনি আরো জানান, আগামী এক সপ্তাহে দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রতিটি ইউনিয়নে তিনটি করে বুথ করা হচ্ছে। প্রতিটি বুথে স্বেচ্ছাসেবক হিসেবে দলীয় নেতাকর্মিদের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তারই লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে পাবনা জেলা ছাত্রলীগ ।
Leave a Reply