নাটোরের বড়াইগ্রামে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে রাজী না হওয়ায় স্ত্রীকে দফায় দফায় পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাত বছর আগে উপজেলার জলন্দা গ্রামের আলম চৌধুরীর ছেলে আনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে তিরাইল গ্রামের জিন্নাত মন্ডলের মেয়ে শারমিন খাতুনের বিয়ে হয়। বিয়েতে জামাইকে ৫০ হাজার টাকার বিভিন্ন সামগ্রী দেন তিনি। কিন্তু কিছুদিন পর থেকেই আনোয়ার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয়া শুরু করে। এক পর্যায়ে চাপের মাত্রা আরো বেড়ে গেলে বাধ্য হয়ে জিন্নাত মন্ডল এক লাখ ২০ হাজার টাকা দিয়ে তাকে বাড়ি করার জন্য জমি কিনে দেন। কিন্তু গত কিছুদিন যাবৎ আরো যৌতুক এনে দেয়ার জন্য চাপ দিলে শারমিন তাতে অসম্মতি জানায়। এ বিষয়ে বিতর্কের জেরে গত বৃহস্পতিবার আনোয়ার তাকে তিন দফা মারপিট শেষে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। পরে প্রতিবেশীরা বুঝতে পেরে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply