সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে পাবনায় মশা নিধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান।
রবিবার (৮ আগস্ট) বিকেলে পাবনা জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সদর হাসপাতাল থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত মশা নিধনের স্প্রে ছিটিয়ে এই কর্মসূচি পালন করেন।
এ সময় ছাত্রলীগ নেতা শাওন রেজা খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ডেঙ্গু মোকাবেলায় “মাসব্যাপী এডিস মশা নিধন” কর্মসূচি বাস্তবায়নে- ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারন সাধারন লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায়, আমরা এক ঝাঁক তরুন ছাত্রলীগ স্বেচ্ছাসেবীর কার্যক্রমে আজ এডিস মশা নিধন করি।
উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বাধীন হোসেন,আরিয়ান পিয়াস,শেখ তন্ময়,সাদমান যুবরাজ,আরমান হোসেন,নিবির হোসেন জয়,অর্ক,তামিম প্রমুখ
Leave a Reply