পিরোজপুর জেলার কাউখালি উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের সাহরিয়ার মিঠুর সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরন করেন।
মৃত্যু সংবাদ শুনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান এলিজা সাঈদ জুমুর তার বাড়িতে যান এবং মৃত ব্যক্তির গোসল করান।
গোসল করানোর আগে সুরক্ষা সামগ্রী ( গাউন, গ্লোবস, মাস্ক, ক্যাপ, পিপিই) পড়ে নেন। এবং ধর্মীয় রীতিমতো গোসল সম্পন্ন করানো হয়।
চেয়ারম্যান এর সাথে সহোযোগিতা করেন ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফাহিমা আক্তার নুপুর,সামিমা আক্তার ও আমবিয়া আক্তার।
Leave a Reply