টাঙ্গাইলের কালিহাতীতে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব
আজ বুধবার (১১ আগস্ট) সকালে টাঙ্গাইল র্যাব -১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ হাতে নাতে ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কালিহাতী উপজেলার রামপুর এলাকার মোতালেবের ছেলে মিজানুর রহমান (৩০) ও একই এলাকার মিন্টু মিয়ার ছেলে সুজন বাবু (২৫)। গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন তাদের বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply