পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি ও বেসরকারি এবং আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ্বনমিতকরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা, দোয়া ও প্রার্থনা, প্রার্থনা শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রবিবার (১৫ই আগস্ট) সকাল সাড়ে ০৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিন হোসেন, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ বাহার মিয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সদস্য ও পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব প্রমূখ।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় দিবসটি স্বল্প পরিসরে পালিত হয়েছে।
অপরদিকে, শোক দিবসের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদদের স্মরণে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পথশিশু-হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply