রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। একই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, নবগঠিত বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, সাবেক ডাকসু ভিপি, মন্ত্রী, আমানউল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাঁদের উপর বিনা উস্কানিতে হামলা করে। এসময় মুহুর্মুহু গুলি চালিয়ে আমানউল্লাহ আমানসহ অসংখ্য নেতাকর্মীকে গুলিবিদ্ধ ও গ্রেফতার করে। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এহেন ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা পাকিস্তানী হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এসব অতি উৎসাহী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
Leave a Reply