শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে বরখাস্ত নোবিপ্রবি শিক্ষক : ছাত্রীরও শাস্তির দাবি শিক্ষার্থীদের  নোবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন নিয়ম না মানলেও প্রমোশন: নোবিপ্রবির প্রভাষক বিতর্কে প্রশাসন নোবিপ্রবির ১৩ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চেয়ে দুদকের চিঠি নোবিপ্রবিতে স্বপ্ন দেখিয়ে অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা দাবি না মানলে রংপুর অচল করে দেয়ার হুমকি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র নেতৃত্বে হুরায়রা ও শাহীন চকরিয়ার হারবাংয়ে বনের হরিণ শিকার করে জবাই ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে: নোবিপ্রবি উপাচার্য পুসাজের আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতি; গ্রেপ্তার ৩ আটঘরিয়ায় কোর্টের রায় অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা দুই ছাত্রদল নেতার জন্য নিয়মবহির্ভূতভাবে মাস্টার্স চালু করলো নোবিপ্রবি কৃষি বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলা নিয়ে মারামারি : দুদিন বন্ধ একাডেমিক কার্যক্রম  বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

বাঁচতে চায় লালমনিরহাটের ছোট শিশু সাফিন

লিটন রহমান সুজন, লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৪৬ ০০০ বার

লালম‌নিরহাট জেলার, কা‌লিঞ্জ উপ‌জেলার রু‌দ্দেশ্বর গ্রা‌মের সুমন মিয়া (৪০) ও সুইটি বেগম (৩০) দম্পতির
আজ থে‌কে দুই বছর আ‌গে কোল জু‌ড়ে চ‌লে আ‌সে ফুটফু‌টে শিশু সা‌ফিন (২) । কিন্তু জন্মগত ভাবে তার কোমরে নিচে দেখা যায় একটি টিউমার। তার পরিবার জানায় যে, সা‌ফি‌নের বয়স বাড়ার সা‌থে সা‌থে বড় হ‌তে থা‌কে সাফিনের টিউমার‌টি। যতদিন যাচ্ছে চলাচলের অসুবিধা হয়ে পড়ছে সাফিনের । ছোট শিশু সা‌ফিন জা‌নে না তার শেষ প‌রিণ‌তি কি । সাফিনের বাবা সুমন মিয়া (৪০) বলেন,  আমি একজন কৃষক মানুষ তেমন আয় রোজগার নেই। সাফিন জন্ম হওয়ার পর থেকেই আমরা তার চিকিৎসা করে আসছি। এখনো পর্যন্ত যা অর্থ ছিল সব চিকিৎসা করে শেষ হয়ে গেছে। এখন নিঃস্ব আমি, অর্থের অভা‌বে সু‌চি‌কিৎসা কর‌তে পার‌ছি না। সবার কাছে আমার বিশেষ আবেদন আমার এই ছোট শিশুটি জন্য সাহায্য করুন আমাকে।

তিনি আরো জানান যে, মা‌ঝে মা‌ঝে তীব্র ব‌্যথা, জ্বর এবং টিউমারটি ফে‌টে অস্বাভা‌বিক রক্তক্ষরণ হয় সা‌ফি‌নের । সা‌ফি‌ন কথা বলতে না পারলেও তীব্র যন্ত্রনায় কান্নায় তার ভাষা বুঝা যায় সে কতটা কষ্টে আছে।তিনি আরো বলেন গ্রাম থেকে রংপুর শহরের কম বেশি অনেক ডাঃ কে দেখিয়েছি চিকিৎসা করছি তেমন কোন উন্নতি হয় নি।

রংপু‌রের চি‌কিৎসক শা‌হিন শাহ্ বলেন ”শেখ হা‌সিনা ন‌্যাশনাল ইন‌স্টি‌টিউট অব বার্ন এন্ড প্লা‌স্টিক সার্জারী” বিভাগ চিকিৎসা করতে ।কিন্তু অর্থের অভাবে পারছে না চিকিৎসা করাতে।  কিন্তু অর্থের অভা‌বে অসহায় বাবা মা তা‌কি‌য়ে আ‌ছে সমা‌জের বিত্তবান, মাননীয় প্রধানমন্ত্রী, সমাজ কল‌্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহ‌মেদ,সহ সমাজের সকল ধনার্ঢ্য ব্যক্তিবর্গের দিকে কালীগঞ্জ উপজেলায় অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও সেই অর্থে তেমন শক্তি পাচ্ছেন না ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে।  সকলের সহযো‌গিতায় দ্রুত সুস্থ হয়ে জীব‌ন ফি‌রে আস‌বে সা‌ফিনের এই প্রত্যাশায় কামনা করছে সাফিনের পরিবার ।
সবাই এগিয়ে আসলে হয়তো তার বাবা মা ফিরে পাবে তাদের সন্তান(সাফিন) কে এবং সাফিন ফিরে পাবে তার সুন্দর স্বাভাবিক জীবন।

সাহায্যের জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি বিকাশ নম্বর দিয়েছেন। উক্ত নম্বর 01790084262 (সুমন মিয়া)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..