লালমনিরহাট জেলার, কালিঞ্জ উপজেলার রুদ্দেশ্বর গ্রামের সুমন মিয়া (৪০) ও সুইটি বেগম (৩০) দম্পতির
আজ থেকে দুই বছর আগে কোল জুড়ে চলে আসে ফুটফুটে শিশু সাফিন (২) । কিন্তু জন্মগত ভাবে তার কোমরে নিচে দেখা যায় একটি টিউমার। তার পরিবার জানায় যে, সাফিনের বয়স বাড়ার সাথে সাথে বড় হতে থাকে সাফিনের টিউমারটি। যতদিন যাচ্ছে চলাচলের অসুবিধা হয়ে পড়ছে সাফিনের । ছোট শিশু সাফিন জানে না তার শেষ পরিণতি কি । সাফিনের বাবা সুমন মিয়া (৪০) বলেন, আমি একজন কৃষক মানুষ তেমন আয় রোজগার নেই। সাফিন জন্ম হওয়ার পর থেকেই আমরা তার চিকিৎসা করে আসছি। এখনো পর্যন্ত যা অর্থ ছিল সব চিকিৎসা করে শেষ হয়ে গেছে। এখন নিঃস্ব আমি, অর্থের অভাবে সুচিকিৎসা করতে পারছি না। সবার কাছে আমার বিশেষ আবেদন আমার এই ছোট শিশুটি জন্য সাহায্য করুন আমাকে।
তিনি আরো জানান যে, মাঝে মাঝে তীব্র ব্যথা, জ্বর এবং টিউমারটি ফেটে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় সাফিনের । সাফিন কথা বলতে না পারলেও তীব্র যন্ত্রনায় কান্নায় তার ভাষা বুঝা যায় সে কতটা কষ্টে আছে।তিনি আরো বলেন গ্রাম থেকে রংপুর শহরের কম বেশি অনেক ডাঃ কে দেখিয়েছি চিকিৎসা করছি তেমন কোন উন্নতি হয় নি।
রংপুরের চিকিৎসক শাহিন শাহ্ বলেন ”শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী” বিভাগ চিকিৎসা করতে ।কিন্তু অর্থের অভাবে পারছে না চিকিৎসা করাতে। কিন্তু অর্থের অভাবে অসহায় বাবা মা তাকিয়ে আছে সমাজের বিত্তবান, মাননীয় প্রধানমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ,সহ সমাজের সকল ধনার্ঢ্য ব্যক্তিবর্গের দিকে কালীগঞ্জ উপজেলায় অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও সেই অর্থে তেমন শক্তি পাচ্ছেন না ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে। সকলের সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে জীবন ফিরে আসবে সাফিনের এই প্রত্যাশায় কামনা করছে সাফিনের পরিবার ।
সবাই এগিয়ে আসলে হয়তো তার বাবা মা ফিরে পাবে তাদের সন্তান(সাফিন) কে এবং সাফিন ফিরে পাবে তার সুন্দর স্বাভাবিক জীবন।
সাহায্যের জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি বিকাশ নম্বর দিয়েছেন। উক্ত নম্বর 01790084262 (সুমন মিয়া)
Leave a Reply