লালমনিরহাট সদরে হঠাৎ দেখা গেল ধূসর বাদামি রঙের এক পুরুষ বানর, বানরটি গলায় একটি একটি তালা লক্ষ করা যাচ্ছে ।
২৮ অক্টোবর রোজ শনিবার সকালে লালমনিরহাট সদরের খোচাবাড়ী নজরুল টারী এলাকায় তোফাজ্জল হক সুমনের বাসায় দেখা যায় পুরুষ বানরটিকে।
বানরটি অনেক রাগান্বিত লক্ষ করা যায়, বিনা (৪০) নামে একজন জানায় বানরটি ক্ষুদার্ত তাই তিনি রুটি, মাল্টা সহ অনেক খাবার দেয় বানরটি স্বাভাবিক ভাবে খেয়ে অন্যত্রে চলে যায়,
হঠাৎ এই বানরটিকে দেখে শিশু যুবক সহ অনেকের ভীড় লক্ষ করা যায়, বানরটি এতটাই রাগী যে কখনো কখনো মানুষকে আক্রমণ করতে আসে –দীর্ঘদিন বানরটি রাস্তায় রাস্তায় বাড়ির ছাদে ছাদে ঘুরাফেরা করছে বলে জানায় অনেকে -বানরটি যেকোন কাউকে আক্রমণ করতে পারে বলে অনেকে ধারণা করছেন -আতঙ্কে আছে শিশু যুবক সহ অনেকে ।
এলাকাবাসী বলছে দ্রুত এই বন্যপ্রাণী কে বনের মধ্যে অথবা চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হোক বন্য প্রাণী বনের মধ্যে মানানসই বলে জানান এলাকাবাসী ।
বানরটিকে অনেকে ধরার চেষ্টা করলেও ধরতে পারছে না –
তবে যতদ্রুত সম্ভব বানরটি লোকালয় থেকে অন্যত্রে স্থানন্তার করা হোক এটি দাবি করছেন এলাকা বাসি –
Leave a Reply