“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে
শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাধারণ সম্পাদক এনকে রানা, সাংবাদিক মেহের এলাহী,কাজী নুরুল ইসলাম,আবু হাসনাত, মোশারফ হোসেন,বুলবুল আহমেদ,বিষ্ণু পদ রায়,এইচ লিটন, মাহবুবুর রহমান বুলু, আব্দুল আলীম সহ আরো অনেকে।
পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশাররফ বলেন,পীরগঞ্জ উপজেলায় মাছ উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন, বিভিন্ন পুকুর নদী খাল বিল জলাশয় ধানক্ষেতে মৎস্য চাষের সঠিক নিয়মে মৎস্য চাষের উদ্বুদ্ধ করে বেকারত্ব দূরীকরণ সক্রিয় পদক্ষেপে কাজ করছেন।
Leave a Reply