টাঙ্গাইলের ঘাটাইলে গণভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে আজকের এ আয়োজন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল কলেজ মোড় বিজয় ৭১ চত্বর থেকে স’মিল রোডের পুরো এলাকা জুড়ে বিশাল ছামিয়ানার নিচে খাবারের সুব্যবস্থা করা হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গসংগঠন সমুহের আয়োজিত পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে ঘাটাইল কলেজ মোড় চত্বরে গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
গনভোজের আয়োজক সাবেক এমপি আমানুর রহমান খান রানা বলেন, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এ গনভোজের আয়োজন করেছি। এতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে।
বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমপক্ষে ২০ হাজার লোকের খাবার আয়োজন করেছি। ইনশাআল্লাহ গণভোজে শান্তিপুর্নভাবে সকলেই খাবার খেতে পেরেছে বলে জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ৩নং জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার প্রমুখ।
Leave a Reply