শিক্ষার্থীরা শতভাগ টিকার আওতায় এলেই ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপাচার্য আরও বলেন, খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে তার আগে শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত করতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বরর মধ্যে যেসকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বা জন্ম নিবন্ধন সনদ রয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা অ্যাপে’ টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদও নেই তারা অতিদ্রুত জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, যেসমস্ত শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড নেয় তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া অ্যাপসে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন নম্বরসহ তথ্য দিতে হবে। শিক্ষার্থীরা আন্তরিক হলে ২৭ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ টিকার নিবন্ধনের আওতায় চলে আসবে। এরপর আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সাথে মিটিং করে খোলার ব্যাপারে তারিখ নির্ধারণ করতে পারবো বলে আশা করছি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেষ আবদুস সালাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক’ সহ ইবি রিপোর্টার্স ইউনিটি, ইবি প্রেসক্লাব ও ইবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply