নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু, উপজেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা ও আবুল কালাম জোয়াদ্দার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, প্রকৌশলী আবুল কালাম আজাদ, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজের, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফিউল হাসান তিতু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইব্রাহিম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, খাদেমুল ইসলাম ও তোজাম্মেল হক হীরা, বড়াইগ্রাম পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ অপু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, জাহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাফ মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, পৌর সচিব জালাল উদ্দিন ও সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল করিম, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
Leave a Reply