জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা’র চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় নতুন করে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিমকে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও সরকারি বিধিবিধান অনুযায়ী ১৯/০৯/২১ খ্রি: তারিখে পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা’র চাকুরীর মেয়াদ ৬০ (ষাট) বছর পূর্ণতায় ২০/০৯/২১ খ্রি. তারিখ হতে এক বছরের পিআরএল শুরু হলো। দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতার স্বার্থে ২০/০৯/২১ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আব্দুল হালিমকে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রকের সার্বিক দায়িত্ব প্রদান করা হলো। বিধি মোতাবেক আপনি দায়িত্বভাতা প্রাপ্য হবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ১১(১০) মোতাবেক উপাচার্য মহোদয়ের ক্ষমতাবলে পরবর্তী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি করা হলো।
আব্দুল হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে নিয়ে যে ধারণা আছে সেই ধারণাকে পরিবর্তন করে শিক্ষার্থীদের একটি ভরসা এবং বিশ্বাসের জায়গা হিসেবে যেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্য নিয়েই মূলত কাজ করে যাবো এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সকলের সহযোগিতা কামনা করি।
Leave a Reply