ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা রিসোর্স হলরুমে কোভিড-১৯ এর পরিস্থিতিতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দ্রুত শিখন-ঘাটতি পূরনের শিখন ত্বরান্বিতকরন পরিকল্পনা শীর্ষক ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে ২৭ সেপ্টেম্বর (সোমবার) বিকালে এই ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর কেএম আবিদুল হাসান, অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ঘনেস্বাম এবং আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, মামুন, ওবাইদুর রহমান ও সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় ভিডিওর মাধ্যমে দ্রুত সময়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের কলা কৌশল শিখানো হয়।
উল্লেখ্য, উক্ত সভায় উপজেলার সহোদর ক্লাস্টারের মোট ২৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply