সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছেন৷ মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচের টিকেট নিয়ে রীতিমতো হাহাকার চলছে৷
বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হয়ে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটিতে বাংলাদেশ জয় লাভ করে ১-০ গোলে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও ১-১ গোলে ড্র করে জামাল-তপুরা৷
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পরার পরও ফিফা র্যাকিংয়ে ৮২ দাফ উপরে থাকা ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও ড্র করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স দর্শকদের মন ভরাতে পেরেছে ফুটবলাররা।
স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা কাজ করছে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মধ্যে। বাংলাদেশ আগামী ৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচের টিকিট নিয়ে হাহাকার চলছে রাজধানী মালেতে। কয়েকটি স্থানে পুলিশের সাথে সংঘর্ষও হয়েছে। আহত হওয়ার খবর পাওয়া গেছে বেশ কয়েক জনের।
Leave a Reply