বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন (মিসাব) উদ্যোগে সারাদিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন (মিসাব) উদ্যোগে দত্তবাড়ী সার্বজনীন জয় দূর্গা মন্দির প্রাঙ্গনে সারাদিন ব্যাপী ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মিসাবের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো,
“রক্ত দিন জীবন বাঁচান,
স্বাস্থ্যই সকল সুখের মূল। ”
উক্ত ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, –
1. Dr. Gajendra Nath Mahato(Sojol)
Assistant Professor
Pediatric Urology Surgeon,
Bangladesh Shishu (Children) Hospital, Dhaka.
2. Dr. Probin Kumar Mahato
MBBS,BCS (Health) FCPS(Surgery)
Resident Surgeon, Shaheed M Mansur Ali Medical College & Hospital, Sirajganj.
3. Dr. Nirmal Chandra Mahato
MBBS, BCS (Health), FCPS-Medicine (last phase),IMO (Medicine)
Rajshahi Medical College, Rajshahi.
Specialised on Medicine, Neuromedicine & Cardiology.
4. Dr.Mohon Mahato Shovon
BDS ( Dhaka Dental College)
PGT(Oral Surgery)
Medical Officer (OMS), TMSS Medical College (Dental Unit)
এছাড়া ব্লাড গ্রুপিং করতে সহায়তা করেন, অন্যান্য ডাক্তার, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মেডিকেল টেকনোলজিস্টগণ।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত থেকে চিকিৎসাসেবা গ্রহন করেন, স্থানীয় সুবিধা বঞ্চিত জনসাধারণ ।
এবিষয়ে মিসাবের সহ-সভাপতি সুমন কুমার মাহাতো জানান,
“আমরা আগামীতে আজকের প্রোগ্রামের মতো, বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে, সামাজিক কর্মসূচিগুলো বিস্তরভাবে গ্রহণ করতে চাই এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।”
Leave a Reply