ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির আমবাগানে মাঠে ৩ দিনের ক্যাম্প শেষে ইবি রোভার স্কাউটের ৪৫ জন সদস্যকে এ দীক্ষা প্রদান করা হয়।
রোভার ইউনিট কাউন্সিল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ বলেন, স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে তাই সমৃদ্ধ জাতি ওদের করতে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।
গতকাল রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান, নাচ প্রদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৩ তারিখ সকাল ৭টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্ঠানের উদ্বোধন করা হয়।
Leave a Reply