জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কুমিল্লা এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাভাষা ও সাহিত্য বিভাগের (২০১৬-২০১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে আইন ও বিচার বিভাগের (২০১৬-২০১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিন উদ্দিন।
নতুন কমিটি ঘোষণার পর কুমিল্লা এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান বলেন,প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার কাছে সেই সাথে জাককানইবির কুমিল্লাস্থ সকল শ্রদ্ধেয় শিক্ষক ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল বড় ভাই ও বোনদের প্রতি। সংগঠনের প্রাণ আমার ছোট ভাই-বোন ও আমার সহপাঠীদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। আমি আমার সংগঠনের কার্যক্রমকে সুদূরপ্রসারী করার লক্ষ্যে কাজ করে যাব। জাককানইবিতে কুমিল্লা এসোসিয়েশন গতানুগতিক ভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘ চার বছর থেকে। সেই ধারাবাহিকতা আমিও আমার সর্বোচ্চ দিয়ে সংগঠনের কল্যাণর্থে কাজ করে যাব ছোট ভাই বোনদের নিয়ে। সংগঠনের সকলের কাছে সহযোগিতা কামনা করছি যাতে করে আমরা উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি।
উল্লেখ,আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ করা হবে।
Leave a Reply