সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় শুভ শর্মার সঞ্চালনায় অংশ নেনঃ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, আইপজিটিভ প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরনবী চঞ্চল, সাংবাদিক বিষ্ণুপদ রায়, ছাত্রলীগ নেতা নসিব তমাল, শরিফ হাসান । মানববন্ধন শেষে সম্প্রীতি র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply