করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ ১৯ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল (২৫ অক্টোবর) শিক্ষার্থীদের জন্যে অগ্নি-বীণা ও দোলন-চাঁপা আবাসিক হল দুটি খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকার গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের হলে উঠাতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার(২৩ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর। রেজিস্ট্রার বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ সময় হল বন্ধ থাকার পর শিক্ষার্থীদের হলে উঠাতে পারাটা আমাদের জন্যে খুশির বিষয়। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিপরীতে এখন পর্যন্ত ছেলেদের জন্যে অগ্নি-বীণা ও মেয়েদের জন্যে দোলন-চাঁপা নামের দুটি হল চালু রয়েছে যেখানে আসন সংখ্যা ৪ শত ২৮ টি।
রেজিস্ট্রার আরও জানান, ২৫ অক্টোবরের পর থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সরাসরি শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে আরও দুটি হল চালুর শেষ মূহুর্তের কাজ চলছে। তথ্যমতে, নতুন হল দুটিতে প্রায় ২৫০০ শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে।
Leave a Reply