নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় আকতার হোসেন (৪০) ও সাইদুল ইসলাম (৩৮) নামে দুই নৌকা সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নিতাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আকতার হোসেন ধানাইদহ গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে এবং সাইদুল ইসলাম জামাইদিঘা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
অপরদিকে, আটকরা হলেন-নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও ধানাইদহ গ্রামের মৃত ইনসের আলীর ছেলে রেজাউল করিম এবং কয়েন গ্রামের মৃত ময়েনউদ্দিনের ছেলে আনিসুর রহমান বাবু। তারা দুজনেই বিদ্রোহী প্রার্থী শামসুজ্জোহা সাহেব আলীর (ঘোড়া) নির্বাচনী কর্মী বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, রোববার রাতে তারা নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে নিতাইনগর ব্রিজ এলাকায় পৌঁছলে রেজাউল করিমের নেতৃত্বে ১৫-২০ জন যুবক রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে নৌকার সমর্থকরা দ্রুত তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply