শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ে গাইডলাইন প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলাবার (৯ই নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা কামাল মাসুদ।
দুপুর ১২টায় রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে শুরু হওয়া এই সেমিনারে প্রধান আলোচক ড. মোস্তফা কামাল মাসুদ দেশে রসায়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে চাকরি, শিক্ষকতা পেশায় রসায়ন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং দেশে ও দেশের বাইরে উচ্চতর শিক্ষার উপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উক্ত জায়গাগুলোতে কাজ করার জন্য কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।
সেমিনার বিষয়ে জানতে চাইলে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ জানান- “ করোনা মহামারীতে ছাত্রছাত্রীরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলো। বিশ্ববিদ্যালয় খোলার পর ছাত্রছাত্রীদের তাদের ক্যারিয়ার ও উচ্চতর শিক্ষা নিয়ে গাইডলাইন দেওয়ার লক্ষ্যে আমাদের এই সেমিনারের আয়োজন। ”
সেমিনার শেষে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রক্তিম তানভীর নামে এক শিক্ষার্থী বলেন – ” সেমিনারটিতে আমাদের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রসায়ন সম্পর্কযুক্ত চাকরি বাংলাদেশে কোন কোন বেসরকারি সেক্টরগুলো দেয় এবং সেইজন্য কি কি প্রস্তুতি নিতে হবে সেইসব বিষয়েও ধারণা পেয়েছি। ”
চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী প্রিতম কুন্ডু বলেন – ” সেমিনারটিতে করোনা মহামারী কাটিয়ে উঠার পর শিক্ষার্থীদের হতাশা মুক্ত হবার জন্য কার্যকর দিকনির্দেশনা দেয়া হয়েছে। উচ্চশিক্ষায় ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিষয়গুলো আলোচনা করা হয়। আলোচকের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সবগুলো বিষয়ে ধারনা দেওয়ার কারণে আমরা বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়েছি এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের সুন্দর ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। ”
রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দিবা প্রামাণিক বলেন – ” প্রথম থেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার ইচ্ছে ছিলো। কিন্তু সঠিক দিক নির্দেশনা ও সুস্পষ্ট ধারনার অভাব আর পরিশেষে করোনা দুর্যোগকালীন সময়ে আসন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে সেই ইচ্ছে তে ভাটা পরে যায়। ভবিষ্যতে কোন পথে আগানো উচিত তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আজকের সেমিনারে ড.মোস্তফা কামাল মাসুদ স্যারের সুস্পষ্ট উপস্থাপনে আমি অনেক বিষয়ে সঠিকভাবে জানতে পেরেছি। পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ার জন্য আজকের সেমিনারটা ভীষণ রকম কার্যকরী ছিলো আমাদের জন্য। “
Leave a Reply