করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও এতদিন অনলাইনে চলে ক্লাস-পরীক্ষা কার্যক্রম।
এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ করোনার টিকার আওতায় আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদানের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরইমধ্যে ২১১ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা নিয়েছেন। যার মধ্যে নোয়াখালীর বাহিরের কেন্দ্রে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ জন। টিকা প্রদান কার্যক্রম এখনও চলমান রয়েছে।
এদিকে দীর্ঘ সময় পর আগামীকাল থেকে ক্যাম্পাস খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. তারেক হোসেন বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যাম্পাস খোলায় অনেক ভালো লাগছে, এতোদিন ক্যাম্পাস বন্ধ থাকায় পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে, আশা করছি ক্যাম্পাস খুললে নতুন উদ্দ্যমে সব শুরু হবে, ক্যাম্পাস আবার প্রান ফিরে পাবে।আবারো শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হবে প্রানের ১০১ একর।
বাংলা বিভাগের শিক্ষার্থী সিজানুল ইসলাম বলেন,
‘দীর্ঘদিন একঘেয়ে জীবনের পর ক্যাম্পাসে ফিরে সকল বন্ধুদের মাঝে ফিরে যাওয়া, সেই পুরোনো আড্ডায় মেতে উঠার আনন্দ, বিগত বিষাদ কে ভুলিয়ে দেবে। ‘
নোবিপ্রবি প্রতিনিধি
নুবায়রা হাফিজ
মোবাইল – ০১৬৩১৯০১৭৩৩
Leave a Reply