কক্সবাজারের পেকুয়ায় সদ্য বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে নগদ টাকাসহ দোকানের মালামাল লুট করেছে একদল দূর্বৃত্তরা। রবিবার (২৮ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলা সদর ইউপির ছড়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন উত্তর মেহেরনামা আঁধাখালী এলাকার আমির হোসেন (৬২), তাঁর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও আমির উল্লার ছেলে রমিজ উদ্দিনসহ ৪/৫ জন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া সদর ইউপির ৭নং ওয়ার্ডে সদ্য বিজয়ী ঘুড়ি প্রতীকের মেম্বার প্রার্থী নাছির উদ্দীনের সমর্থক ব্যবসায়ী জাহেদুল ইসলামের উপর হামলা চালিয়ে নগদ টাকাসহ দোকানের মালামাল লুট করার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের সিলিং ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী জিয়াউল হকের বিরুদ্ধে। নির্বাচনে পরাজয়ের সূত্র ধরে জিয়াউল হকের নেতৃত্বে তাঁর ভাই নেজাম, মোঃ নুরুল আলমের ছেলে কপিল উদ্দিন, ফরিদুল আলমের ছেলে মুজিবুর রহমান আপেল, আজিজুর রহমান লালু, নেজাম উদ্দিনের ছেলে রিদুয়ানুল ইসলাম হৃদয়, আশরাফুর রহমান আকাশ, মোঃ মাহমুদের ছেলে বোরহান উদ্দিন, মীর কাশেম মিয়া, মৃত নুরুচ্ছফার ছেলে মোর্শেদ আলী, মোস্তাক আহমেদের ছেলে ওমর ফারুক ও এরফানসহ ২০-২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ধারালো ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
দোকান ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, নির্বাচনে পরাজয় মেনে নিতে না পারায় পরিকল্পিতভাবে জিয়াউল হকের নেতৃত্বে আমার দোকানে হামলা চালিয়ে টাকা নগদ টাকাসহ আমার বাবা এবং ভাইকে মারধর করে।
এসময় দূর্বৃত্তরা মীম এন্টার প্রাইজ ও ভাই ভাই স্টোর নামের একটি মুদির দোকানে হামলা করে নগদ ১৬ লক্ষ ২০ হাজার টাকাসহ মালামাল লুট করেছে বলেও অভিযোগ তুলেছে বিজয়ী প্রার্থী নাছির উদ্দীনের সমর্থক ব্যবসায়ী জাহেদুল ইসলাম।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী’র কাছে জানতে চাইলে তিনি বলেন, দোকান লুটপাটের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply