পটুয়াখালীর দুমকীতে পৃথক পৃথক অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মোটরসাইকেল চালক মোঃ ইলিয়াস গাজী(৩০), মোঃ খায়রুল (৩৫), মোঃ আলম(৪৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাগলার মোড় পায়রা সেতুর টোল প্লাজা থেকে দুমকী থানার সেকেন্ড অফিসার এসআই রাসেল, এসআই উত্তম কুমার ভাট, এসআই কামরুল, এ এসআই দিপক,এ এসআই রমিজ, এএসআই মাসুদ সন্দেহভাজন মোটরসাইকেল চালক ইলিয়াস, খায়রুল ও আলমকে আটক করে। পরে তাদের তল্লাসী করে ইলিয়াস গাজীর সাথে থাকা ব্যাগ থেকে ২ কেজি ও খায়রুল, আলমের ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো: ইলিয়াস গাজীর গ্রামের বাড়ি বরগুনার আমতলী থানার টেপুরা এলাকায়। তার পিতার নাম আব্দুল হামিদ গাজী। অপর দুজন আটককৃতের মধ্যে মোঃ খাইরুলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার সরকারি কলেজ রোড এলাকায়। তার পিতার নাম দেলোয়ার হোসেন এবং আলমের গ্রামের বাড়ি সদর উপজেলার খলিশা খালী এলাকায়। আলম ঐ এলাকার আসমত আলীর ছেলে।
এ ব্যাপারে দুমকী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে । দুমকী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাদের কোর্টে চালান দেয়া হবে।
Leave a Reply