মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষকদের জন্য টিচার্স প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়েছে। আজ সোমবার(১৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউসের গেইমস কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান সবুজ, আয়োজক কমিটির আহ্বায়ক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের মুজিববর্ষ টিচার্স প্রিমিয়ার লীগ।
লীগের খেলার মধ্যে রয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), ক্যারাম (একক ও দ্বৈত), দাবা, লুডু এবং বালিশ বদল।
নুবায়রা হাফিজ
নোবিপ্রবি প্রতিনিধি
০১৬৩১৯০১৭৩৩
Leave a Reply