নাটোরের বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া পৌরসভার কালিকাপুর গণকবর চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবীর ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply