১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুর শহড়ের অদূরবর্তী ‘মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে’ ভয়াবহ মাইন বিস্ফোরণে আহত ও নিহত যুদ্ধজয়ী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
দিনাজপুরের ইতিহাসে এক বেদনাময় ট্র্যাজেডি এই মাইন বিষ্ফোরণ। ১৯৭২ সালের ৬ জানুয়ারির এই দিনে দিনাজপুরের ‘মহারাজা গিরিজানাথ’ স্কুলে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে আকস্মিক এক মাইন বিস্ফোরণে একসাথে শহীদ হন মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনা প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা এই আকস্মিক মাইন বিস্ফোরণে পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই।
ইতিহাসের পাতায় দিনাজপুরবাসী এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর এত বড় ট্র্যাজেডি আর দ্বিতীয়টি নেই। দিবসটি উপলক্ষে ৬ জানুয়ারি মাইন বিস্ফোরণ স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে দিবসটি পালন করে আসছে।
Leave a Reply