পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘HELP-হেল্প’। এই সংগঠনের উদ্যোগে পাবনা জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে কনকনে শীত। ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘HELP-হেল্প’।
প্রতিষ্ঠার পর থেকে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং রক্তদানের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। গত ১৯জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে সাদুল্লাহপুরের একটি গ্রামে শতাধিক কম্বল বিতরণ,জালালপুরের একটি এতিমখানায় অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া পাবনা রেলস্টেশনসহ পাবনা শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।
“HELP-হেল্প” এর সভাপতি মো. রায়হান উদ্দীন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন HELP-হেল্প রক্তদান, শীতবস্ত্র, ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে।
এবিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রিয়াজুুল ইসলাম বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে মানসিক প্রশান্তি অনুভব করছি। আমরা প্রতিবছর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। “
Leave a Reply