প্রতি বছরের ন্যায় এবারও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে উদযাপিত হয় স্বরস্বতী পূজা। আজ ৫ ফেব্রুয়ারি রোজ শনিবার (২২ মাঘ ১৪২৮) শ্রী শ্রী স্বরস্বতী পূজা বা বিদ্যা দেবীর পূজা উদযাপন করা হয় বশেমুরবিপ্রবিতে।
বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরস্বতীর পূজা প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবিতে সকাল থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সকাল ৭:৪০ ঘটিকায় প্রতিমা স্থাপন, ৮ ঘটিকায় ধর্মীয় শোভাযাত্রা, সকাল সাড়ে ৮ টায় পূজারম্ভ, ৯:৩০ ঘটিকায় অঞ্জলি প্রদান এবং অঞ্জলি শেষে দুপুরের দিকে প্রসাদ বিতরণ করা হয়।
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন সীমাবদ্ধ রাখা হয়। দুপুরে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় পৃজা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
Leave a Reply