শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) পরিবহণ সমিতির নির্বাচন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কোয়ার্টারে চলে ভোটগ্রহণ। পরে ভোটগণনা শেষে বেলা দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম ও জামাল হোসেন।
নির্বাচনে তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং আনিছুল হক মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি মো. আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ আলী, কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন সোহাগ, নুর হোসেন, ফয়সাল আহম্মদ জনি ও মো. আলাউদ্দিন।
Leave a Reply