পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালি গ্রামে মা ও মেয়েসহ তিনজনকে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নির্যাতিত মা রাহিমা বেগম(৮০), মেয়ে লাবনী বেগম(৩০) ও নাজমুল (১৩) নামের এককিশোরকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বগা ইউনিয়নের কৌখালি গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহমান মাস্টারের ছেলে দেলোয়ার হোসেনের সাথে একই বাড়ির মোঃ ছালাম হাওলাদার গংদের সাথে বিরোধ চলে আসছিল। দেলোয়ার হোসেনর অভিযোগ করেন, তিনি কয়েকদিন আগ থেকে বাড়িতে একটি পাকা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ মোঃ ছালাম হাওলাদার(৪৫), আবদুর রাজ্জাক (৬০) ও মজিবর হাওলাদর (৫৫) ওই কাজে বাধা দেন। এসময় তার ছোট ভাই আনোয়ারের স্ত্রী লাবনী বেগম এসে কাজে বাধা দেয়ার কারন জানতে চাইলে প্রতিপক্ষ উত্তেজিত হয়ে তাকে কিল ঘুষি শুরু করেন। তখন তার বৃদ্ধ মা রাহিমা বেগম এগিয়ে এলে তাকেও কিল ঘুষি মারা হয়। একপর্যায়ে তাদের টেনেহেচরে পড়নের কাপর, ব্লাউজ ও পেটিকোট ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়। এরপর চুলিরে মুঠি ধরে মাটিতে ফেলেএলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন। এ ঘটনা দেখে তার চাচাতো ভাই নাসিরের ছেলে নাজমুল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এরপর আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। এ ব্যাপারে প্রতিপক্ষ মোঃ ছালাম হাওলাদারের সাথে তার ০১৭৫২১১৬০৬২ নম্বরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরণের কোন ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ আমি বিষয়টি জানার পরে বগা তদন্ত কেন্দ্র থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।
Leave a Reply