মহান একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাত ১২.০১ মিনিট সময় পটুয়াখালী পৌরসভা চত্বের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করে বীর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ, পটুয়াখালী চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা ও সহ-সভাপতি উম্মে কুলসুম। পরে একুশে ফেব্রুয়ারী ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার সকাল ১১টায় জেলা মহিলা শ্রমিক লীগ কার্যালয় আলোচনা সভা, দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা এর সভাপতিত্বে ও সহ-সভাপতি উম্মে কুলসুম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা-উপজেলা ও ওয়ার্ড শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
Leave a Reply