গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাসিবুর রহমান’কে। গত রবিবার (২০ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষটি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাসিবুর রহমান-কে অত্র বিশ্ববিদ্যালয় আইনের ২৩(৫) ধারা অনুসারে ০২ (দুই) বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ করা হলো। আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অনুভূতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সামাজিক বিজ্ঞান অনুষদের নব নিযুক্ত ডিন ড. মোঃ হাসিবুর রহমান বলেন, ” একাডেমিক সেক্টরের সর্বোচ্চ এই পদ একজন ডিন হিসেবে আমি সকল বিভাগকে নিয়ে সমন্বয় করে একসাথে কাজ করবো। এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে ত্বরান্বিত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার বড় চ্যালেঞ্জ। “
Leave a Reply