যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আই.আর.ডি.পি প্রকল্পের আওতায় বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আব্দুল খালেক। এসময় তিনি বলেন, ‘বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।’ উক্ত রাস্তাটি আমতলা নিকিরি পাড়া থেকে শুরু হয়ে বাগআঁচড়া সাতমাইল কমিউনিটি ক্লিনিকের আগ পর্যন্ত ৫০০মিটার নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নীল কমল সিংহ, ইউপি সদস্য আসাদুল ইসলাম, শামীম কবির, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারন সম্পাদক জিয়াউল হক, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউপ, আওয়ামীলীগ নেতা শফিক মাহমুদ, রফিকুল, মিকাইল হোসেন, জাকারিয়া, আবুল কালাম, শওকত আলী, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম শান্ত, ওমর ফারুক, উপজেলা নির্বাহী প্রকৌশলী মামুন খান, উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমান, ফিরোজ আহম্মেদ ঠিকাদার সহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply