কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডের দিগরপানখালী ১নং বাঁধ এলাকা থেকেচকরিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শ্যালুমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক, ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবারবার ( ৪মার্চ) জুমার নামাজের পরে ১নং বাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, শাহাজান, আবুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বন্যার ভাঙনে ঘরবাড়ি হারা সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
ক্ষতিগ্রস্থরা জানান, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দিগরপানখালী ১নং বাঁধ এলাকা থেকে দিনরাত শ্যালুমেশিন দিয়ে অবৈধভাবে বালু কাটছেন স্থানীয় একটি বালুখেকো সিন্ডিকেট। প্রশাসনকে জানানোর পরও বালু উত্তোলন বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা আরো বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙ্গারমুখ থেকে অলিশাহ বাজার পর্যন্ত ওয়াপদার বেড়ি বাঁধ বন্যার প্রবল স্রোতে ভেঙে অন্তত ১০-১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নদী তীরবর্তী ফসলি জমি, গাছপালা ও বসতবাড়িও রয়েছে হুমকির মুখে। ইতোমধ্যে অনেক জমি ও বসতবাড়ি ভেঙ্গে নদী গর্ভে চলে গেছে। স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষকেরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
এ ব্যাপারে নবাগত উপজেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন, খুব দ্রুত অবৈধভাবে বালি উত্তোলনের জায়গাটি পরিদর্শন করতে যাবো। পরিদর্শন পরবর্তী সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply