গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি-২০২২এর উদ্যোগে কর্মসূচি সমূহ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ)সকাল ১১.০০ ঘটিকায় শোভাযাত্রা ও সাদা পায়রা উড়ানোর মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান এর নির্দেশনায় ও বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের পরিবেশনায় এ ডলস হাউজ নাটক অনুষ্ঠিত হয়েছে। সানিয়া আক্তার ও মিরাজুল ইসলামের উপস্থাপনায় নারী জাগরণমূলক গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সন্ধা ৭টায় নারী নিপীড়ন রোধে মনস্তত্ত্ব গঠন প্রকল্পে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন-বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.এ.কিউ.এম মাহবুব আলম এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ড. মেহজাবিন হক অধ্যাপক এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘আমার পেশায় নারীর অধিকার, সীমাবদ্ধতা ও নিরাপত্তা বিষয়ক পেশাজীবি মডেল বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply