ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ শাখা অন্তর্গত সাতারকুল (বাড্ডা) স্থায়ী ক্যাম্পাস ছাত্রলীগ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী- নাজমুল হক সাগর। সহ-সভাপতি হয়েছেন একই বিভাগের ওবায়দুল হক রিমন মজুমদার ও মোনালিসা মুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের, আবু বকর সিদ্দিক খান। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন একি বিভাগের-নাঈম মাহমুদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের – আদিবা মেহনাজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, ইংরেজি বিভাগের সজিব হাসান। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।
রবিবার (২৭ মার্চ) ডিআইইউ শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাসনাইম ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক লিমন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটির সভাপতি, নাজমুল হক সাগর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অন্তর্ভুক্ত সাতারকুল ক্যাম্পাস শাখাকে সুগঠিত করতে করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাবো। বাংলাদেশ ছাত্রলীগের ঘাটি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাতারকুল ক্যাম্পাসকে তৈরি করতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা চাই।
সহ সভাপতি ওবায়দুল হক রিমন বলেন, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদের পাশে থাকে। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাতারকুল ক্যাম্পাস সবসময় ছাত্রদের পাশে আছি। যেকোন সমস্যায় আমরা ছাত্রদের পাশে থেকে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খান বলেন, ছাত্রলীগ একটা আবেগ ও ভালোবাসার নাম। আমরা সবসময় মাদক ও দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে কাজ করে যাবো।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্রলীগ ২৭ মার্চ ২০২২ এ নতুন কমিটির ঘোষণা করে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া।
Leave a Reply