ঈশ্বরদীতে এক ইউপি সদস্যের বাহিনী দ্বারা রফিকুল ইসলাম নামে এক প্রধান শিক্ষক’কে লাঞ্চিতের অভিযোগ উঠেছে।লাঞ্চিত ঐ শিক্ষক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।সে ঈশ্বরদী উপজেলা মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।অভিযুক্ত আলাউদ্দিন খান দাশুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।জানা যায়, অভিযুক্ত ঐ ইউপি সদস্য আলাউদ্দিন খানসহ ঈশ্বরদী থানায় মোট ৯ জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।লাঞ্চিতের ঘটনায় থানার অভিযোগে উক্ত প্রধান শিক্ষক অভিযোগ করে লিখেন,২৬ মার্চ দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পূর্ন করে আমি (প্রধান শিক্ষক রফিকুল ইসলাম) ও আমার সহকারী শিক্ষক মোশারফ হোসেন এর সাথে বাড়ি ফিরছিলাম।দরগা বাজার স্থানে পৌছালে হঠাৎ নওয়াব আলী খান এর ছেলে ১. আলাউদ্দিন খান এর হুকুমে ২. আনিসুর রহমান (পিতাঃআফজাল হোসেন) ৩.মোস্তফা কামাল (পিতাঃসমশের আলী শেখ) ৪.তৈমুর রহমান (পিতাঃ মৃত জসিম উদ্দিন) আকরাম হোসেন (পিতাঃমৃত আব্দুল বারি) ৬.ইনতাজ মোল্লা (পিতাঃমৃত ছবির উদ্দিন) ৭.রহমান (পিতাঃমৃত কাশেম) ৮.আমাল উদ্দিন (পিতাঃমোক্তার হোসেন) ৯.নাজি (পিতাঃমৃত হামেদ ফকির) এরা সকলেই এসে আমাকে হুমকি ধামকি দিয়ে ও গায়ে হাত তুলে লাঞ্চিত করে এবং আমার পকেটে থাকা মোবাইল ও কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা কেরে নেয়।অভিযোগে আরও বলা হয়, মোবাইল পরে এসে তাকে দিয়ে দেয় এবং আগামীকাল থেকে স্কুলে গেলে তোর ঠ্যাং কেটে রাখবো বলে হুমকি দেয়।অভিযুক্ত সকল ব্যক্তি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।।ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি এ বিষয়ে বলেন ,এলাকার কতিপয় মানুষ তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করেছে,আমরা ঈশ্বরদী শিক্ষক সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।আমাদের শিক্ষক সমিতি থেকে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের জন্য যা করনীয় আমরা তাই করবো। এ ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে,তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান,প্রধান শিক্ষককে মারপিট করার জন্য ধাওয়া করেছিলো।সে দৌরায়ে স্থান ত্যাগ করে।আমরা বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতি চেয়েছি,তদন্ত করে অভিযোগে সত্যতা পেলে আমরা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিবো।এদিকে ইউপি সদস্য দ্বারা প্রধান শিক্ষক কে লাঞ্চিত করায় স্কুলের শিক্ষার্থীরা ও সাধারন মানুষ বিচার চেয়ে প্রতিবাদী মিছিল করেছেন।
Leave a Reply