১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উপলক্ষে অসহায়,এতিম,মিসকিনদের নিয়ে ভালোবাসার আয়োজন করা হয়েছে পিরোজপুরে।
শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা Help For Helpless সংগঠনের মাধ্যমে অসহায়,এতিম,মিসকিনদের একবেলার ভালোবাসা উপহার দেওয়া হয়।Help for helpless এর সভাপতি মোঃমাহাবুব হাসান,সাধারণ সম্পাদক কিসমাত জাহান শারমিলা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তাদের বক্তব্যে সকলের প্রতি আহ্বান জানান যেন সবাই যে যার অবস্থান থেকে তাদের সাধ্যমতো সহোযোগিতা ও ছোট ছোট উদ্যোগ গ্রহন করে এসব মানুষের মুখে হাসি ফোটান।
ইতিমধ্যে শীতকালীন সময়ে help for helpless সংগঠনের মাধমে ১৮০ জন অসহায় মানুষকে শীতের পোশাক ও অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে।
Leave a Reply