আজ শনিবার (২৩ জানুয়ারি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর মধ্যে ইমামুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। টানা পাঁচ দিনের অনশনে অসুস্থ হয়ে পরলে সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অনশনে বসা শিক্ষার্থীদের সহপাঠীরা জানায়, এখন ইমামুল এর পরিবর্তে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন।
অনশনরত অপর শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়ায় তাকেও এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে অসুস্থ হয়ে পড়লেও তারা তাদের দাবিতে অনড় আছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনে বসেন।
Leave a Reply