মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের কাছে এক মূর্তিমান আতঙ্ক ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন।
পাবনা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা ঈশ্বরদী।দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,ইপিজেড সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈশ্বরদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ থানা।গুরুত্বপূর্ণ হওয়ায় অতীতে প্রায়ই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকতো।কিন্তু গত ক’মাস ধরে হয়নি কোন বড় ধরনের সংঘর্ষ,কমেছে অপরাধের মাত্রাও।এর এক মাত্র কারণ ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন।
ঈশ্বরদী থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বাড়ছে। অন্যান্য থানার চেয়ে আয়তনে ও জনসংখ্যায় বেশি থাকায় এলাকার নিরাপত্তা ও মাদকের জন্য ঈশ্বরদী থানা গুরুত্বপূর্ণ । এমন একটি থানায় গত ২৪ তুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব নিয়ে যোগদান করেছেন শেখ নাসির উদ্দিন।
তিনি আসা মাত্রই নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ মাদকের বিরুদ্ধে এক রকম জেহাদ ঘোষণা করেছেন থানার এই ওসি শেখ নাসির উদ্দিন।
এর আগে তিনি পাবনা জেলার অন্য একটি থানা ‘চাটমোহর’ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বপালন করেন। মাদককে জিরো টলারেন্স দেখানোর জন্য নিয়মিত অভিযান শুরু করেছেন তিনি। এজন্য স্থানীয়দের কাছ থেকে সহযোগিতামূলক সমর্থনও পেয়েছেন বলে জানিয়েছেন ওসি শেখ নাসির উদ্দিন।
মাদকের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডও কমে এসেছে থানায়।
ঈশ্বরদী থানার ওসির চলমান অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঈশ্বরদীবাসীও।
ঈশ্বরদীর জামতলা নিবাসী বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোত্তাকিন সাকিব বাংলাদেশ সারাবেলাকে বলেন “এক সময় মাদকের অভয়ারণ্য ছিলো ঈশ্বরদী। চলমান মাদক বিরোধী অভিযানে এখন আমাদের মতো সচেতন যুবসমাজ অত্যন্ত খুশি।”
শহরের আমবাগান নিবাসী হাফেজ আব্দুল মুকিত বিশ্বাস বলেন “বর্তমান ওসির কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি।আমাদের এখন অনুরোধ থাকবে ওসির কাছে যেন এই অভিযান চলমান থাকে। “
Leave a Reply